ভোলা সংবাদদাতা:
ভোলার চরফ্যাশনে ধানক্ষেতে ইঁদুর দমনের জন্য পাতা বৈদ্যুতিক
ফাঁদে স্পৃষ্ট হয়ে দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর)
সন্ধ্যায় ওমরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের জনতা বাজার ও মুখার বান্দা বাজারের মধ্যবর্তী
তেলখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. জোবায়েদ ইসলাম, ওমান প্রবাসী মোহাম্মদ
রিয়াজের ছেলে ও আলীগাঁও আবদুল গফুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র, এবং জিহান, ফরিদের ছেলে
ও চরফ্যাশন সরকারি টিবি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জনতা বাজার এলাকার শিক্ষক
আরিফ হোসেনের কাছে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল জোবায়েদ ও জিহানসহ পাঁচ সহপাঠী। দুষ্টামি
করতে গিয়ে সহপাঠীদের মধ্যে একজন দৌড় দিলে জোবায়েদ ও জিহান রাস্তার পাশে জাহাঙ্গীর মহাজনের
ধানক্ষেতে উঠে পড়ে বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়। ঘটনাস্থলে থাকা অপর সহপাঠীরা চিৎকার
করলে আশপাশের লোকজন এসে গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে
নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
চরফ্যাশন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইশতিয়াক
আহমেদ বলেন, “দু’জনকে আনার সময়ই তারা মৃত ছিলেন।”
নিহতদের স্বজনরা অভিযোগ করে বলেন, ধানক্ষেতে পাতা বৈদ্যুতিক
ফাঁদের কোথাও কোনো সতর্কবার্তা বা চিহ্ন ছিল না, ফলে অসাবধানতাবশতই এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, কৃষিক্ষেতে এভাবে বিদ্যুৎ ব্যবহার করে
ফাঁদ পাতা ভয়াবহ অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি না থাকায় এমন দুর্ঘটনা বারবার ঘটছে।
এদিকে ঘটনার পর অভিযুক্ত জমির চাষী জাহাঙ্গীর মহাজন পলাতক
রয়েছেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি মিজানুর রহমান
হাওলাদার) জানান, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা
নেওয়া হবে।