চ্যাটজিপিটি নিষিদ্ধ করলো জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ

Date: 2025-12-04
news-banner

তথ্য প্রুযুক্তি ডেক্স:

ডিজিটাল নিরাপত্তা ও কার্যকারিতা বাড়াতে বড় পরিবর্তন এনেছে জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। ক্লাবটি তাদের কর্মীদের জন্য চ্যাটজিপিটি সহ বহিরাগত সব এআই প্ল্যাটফর্ম নিষিদ্ধ করেছে এবং চালু করেছে নিজস্ব অভ্যন্তরীণ এআই সিস্টেম। এই প্ল্যাটফর্মটি ইতোমধ্যেই ক্লাবের ফ্যান সার্ভিস, আইনি বিভাগ, এইচআর, মার্চেন্ডাইজিং ও টিকিটিংসহ সব বিভাগে ব্যবহৃত হচ্ছে।

বায়ার্নের হেড অব ডিজিটাল ফ্যান এক্সপেরিয়েন্স থমাস এহেমান জানান, ডেটা নিরাপত্তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা কর্মীদের জন্য চ্যাটজিপিটি সহ বিভিন্ন বহিরাগত প্ল্যাটফর্ম ব্লক করে দিয়েছি। সবাইকে আমাদের প্রাইভেট ক্লাউডভিত্তিক সিস্টেম ব্যবহার করতে হচ্ছে, যা নিরাপত্তার দিক থেকে বড় সুবিধা।

এহেমান আরও জানান, পরিবর্তনটি কর্মীদের মধ্যে কোনো বড় প্রতিরোধ সৃষ্টি করেনি-আমরা ভেবেছিলাম কিছুটা দ্বিধা বা আপত্তি আসবে, কিন্তু তা হয়নি। কর্মীরা দ্রুতই নমনীয় ও সহজ এই সিস্টেমে অভ্যস্ত হয়ে গেছে।

গত বছর ক্লাবটি প্রক্রিয়া-গোয়েন্দা প্রযুক্তি প্রতিষ্ঠান সেলোনিসের সঙ্গে অংশীদারিত্ব করে, যার মাধ্যমে বিভিন্ন কর্মপ্রবাহ উন্নত করার সফটওয়্যার স্থাপন করা হয়। ক্লাবের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করা ও ফ্যান সার্ভিস আরও উন্নত করাই ছিল এ উদ্যোগের লক্ষ্য।

প্রযুক্তি বিশ্লেষকেরা মনে করছেন, বায়ার্ন মিউনিখের এই সাহসী পদক্ষেপ ইউরোপীয় ফুটবলে নতুন দৃষ্টান্ত তৈরি করবে। ক্লাবটি বলছে, এটাই তাদের ভবিষ্যৎ পরিচালনার নতুন পথ।

 

তথ্যসূত্র-বিডিপ্রতিদিন

Leave Your Comments