চট্টগ্রাম সংবাদদাতা:
মহানগরী চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে তিনটি দেশীয়
আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রসহ পাঁচজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার
করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে বাঁশখালী থানার নতুনবাজার
এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল
কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)। তারা সবাই
বাঁশখালী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার
সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩টি দেশীয় আগ্নেয়াস্ত্র,
৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশীয় অস্ত্রসহ সন্ত্রাসী ‘মনসুর
বাহিনীর’ পাঁচজন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।”
তিনি আরও জানান, অভিযানের সময় কোস্ট গার্ডের গাড়ির ওপর
অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। তারা গাড়ি ভাঙচুর করে আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার
চেষ্টা করে। আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।
কোস্ট গার্ড কর্মকর্তা বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে
বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও অভিযান অব্যাহত রাখবে।