চিকিৎস্যা বিজ্ঞানে নতুন সফলতা চীনের

Date: 2025-12-27
news-banner

বিশ্ব ডেক্স:

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন চীনের একদল চিকিৎস্যকরা। একটি দুর্ঘটনায় বিচ্ছিন্ন হয়ে যাওয়া এক নারীর কান সাময়িকভাবে তাঁর পায়ে প্রতিস্থাপন করে সংরক্ষণ করা হয়। দীর্ঘ চিকিৎসা শেষে সেই কান আবার সফলভাবে মাথায় যথাস্থানে প্রতিস্থাপন করা হয়েছে। হংকংভিত্তিক একটি সংবাদ মাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

এ বছরের এপ্রিল মাসে কর্মস্থলে দুর্ঘটনায় এক নারীর কান ও মাথার চামড়া মারাত্মকভাবে থেতলে যায়। তাৎক্ষণিকভাবে কান পুনঃস্থাপন সম্ভব না হওয়ায় চীনা চিকিৎস্যকদল বিকল্প হিসেবে পায়ের উপরিভাগে কানটি প্রতিস্থাপন করেন। দীর্ঘ পাঁচ মাস পর গত অক্টোবরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে কানটি আবার মাথায় ফিরিয়ে আনেন চীনা চিকিৎস্যক দল। সেটি সফল ভাবে স্থাপনের পর স্বাভাবিক ভাবে কাজ করছে।

চীনা বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এ ধরনের অস্ত্রোপচার চিকিৎস্যা বিজ্ঞানে বিশ্বে প্রথম এবং  মাইক্রোসার্জারির ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ ধরনের চিকিস্যা আগামীদিনে চিকিৎস্যা বিজ্ঞানকে আরও সহজ পথে পরিচালিত হবে।

তথ্য সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট/ বিডিফেস ডেক্স

Leave Your Comments