কোম্পানীগঞ্জে অটোরিকশায় দুই শিশুর মৃত্যু

Date: 2025-07-22
news-banner

অনলাইন ডেক্স: 

জেলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার চরএলাহী ও চরফকিরা ইউনিয়নে পৃথকভাবে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা চরএলাহীর ৩ নম্বর ওয়ার্ডের জাকেরের বাড়ির সাহাব উদ্দিনের ছেলে শাহাদাত হোসেন (৮) ও চরফকিরার ৫ নম্বর ওয়ার্ডের মো. শহীদ উল্লাহর ছেলে মো. ইয়াসিন (৭)। এর মধ্যে শাহাদাত স্থানীয় একটি মাদ্রাসার ২য় শ্রেণি আর ইয়াসিন আরেকটি মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র ছিল। পুলিশ জানায়, তিন দিন আগে শাহাদাত নিজ বাড়ি থেকে তার ফুফুর বাড়িতে বেড়াতে যায়। ওই বাড়ির সামনের রাস্তায় তাকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চাপা দেয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।শিশু ইয়াসিন আজ সকাল ৯টার দিকে মাদ্রাসায় যেতে বাড়ি থেকে বের হয়। পরে রাস্তা পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয় বাসিন্দারা গুরুতর অবস্থায় ইয়াসিনকে উদ্ধার করে কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষনা করেন। 

Leave Your Comments