কক্সবাজারে যাওয়ার পথে বাব মেয়ে নিহত

Date: 2025-09-12
news-banner
অনলাইন ডেক্স :
  1. চট্টগ্রামের মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। 
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সহায়তায় আহত এবং নিহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতরা হলেন- গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যাশিশু মুসকান। আহত হয়েছেন নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), স্বজন সাগর (৩০) ও গাড়িচালক গিয়াস উদ্দিন (৩০)। এদের মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত ও আহতরা সবাই ঢাকার উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার বাসিন্দা। গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ঘুরতে বেরিয়েছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার সকালে চট্টগ্রামমুখী প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঠাকুরদীঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত এবং আরো ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাইওয়ে থানার ওসআই বোরহান উদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহগুলো আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

Leave Your Comments