কুমিল্লায় মা মেয়ে হত্যা

Date: 2025-09-10
news-banner

অনলাইন ডেক্স:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়া তার মা হত্যার মূল আসামি মো. মোবারক হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার ( সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকায় পালিয়ে যাবার সময় কুমিল্লা নগরীর বাগিচাগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 এসপি (পুলিশ সুপার) মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, ঝাড়-ফুঁক করার সুবাদে মোবারক হোসেন তাদের বাসায় আসা-যাওয়া করতেন। রবিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী সুমাইয়ার বাসায় প্রবেশ করেন মোবারক। এক পর্যায়ে তাকে ধর্ষণের চেষ্টা করলে তার মা বাঁধা দেন। এতে মোবারক ক্ষুব্ধ হয়ে মা তাহমিনা বেগমকে অন্য একটি রুমে নিয়ে বালিশ চাপায় দিয়ে হত্যা করেন। হত্যার পরে মোবারক ৪টি মোবাইল ফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায়।

পুলিশ সুপার আরও জানান, ফরেনসিক রিপোর্টের পর জানা যাব, ধর্ষণ হয়েছে কিনা।


advertisement image

Leave Your Comments