কুড়িগ্রাম ৩ আসনে বিএনপির প্রার্থীকে সংবর্ধনা

Date: 2025-11-12
news-banner

কুড়িগ্রাম সংবাদদাতা :

সংসদীয় আসন কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী  বিএনপির ফরেন এ্যাফেয়ার্স  কমিটির  সদস্য তাসভীর উল ইসলাম বিএনপির মনোনয়ন পাওয়ায় আনন্দে উদ্বেলিত নেতা কর্মীরা। বুধবার (১২) নভেম্বর সকালে তাসভীর উল ইসলাম  উলিপুরে পৌঁছলে নেতা কর্মীরা তাকে অভ্যর্থনা জানায়। এ সময় প্রায় ৫ হাজার মোটরসাইকেলে নেতা কর্মীরা শোডাউন করে। উলিপুর মিনি স্টেডিয়াম থেকে মোটরসাইকেল বহর শুরু হয়ে পুরো শহর প্রদক্ষিণ করে। নেতা কর্মীরা তাদের নেতাকে সংসদীয় আসনের শেষ সীমানা চিলমারীতে গিয়ে বরণ করে।এরপর সংসদীয় আসনের কয়েকটি  ইউনিয়নে জনসংযোগ ,৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও ধানেরশীষে ভোট প্রার্থনা করেন কুড়িগ্রাম ৩ উলিপুর আসনের প্রার্থী তাসভীর উল ইসলাম । এ সময় তার সাথে ছিলেন, ডাঃ রেয়ান আনিস,কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল,  উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল,আব্দুর রশিদ,সহ নেতৃবৃন্দ। এ সময় তাসভীর উল ইসলাম বলেন, আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আমি নির্বাচিত হয়ে উলিপুরের হতদরিদ্র মানুষের সেবায় নিজেকে উজার করে দিতে চাই।তিনি নদীভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও শিল্প কলকারখানা স্থাপনের কথা বলেন।

নেতা কর্মীরা জানায় দীর্ঘ ২২ বছর পরে তাদের নেতা ধানেরশীষ প্রতীক পেয়েছে। সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে তাকে বিজয়ী করতে ভুমিকা পালন করবেন।

Leave Your Comments