বিডিফেস ডেক্স:
বাংলাদেশের রাজধানী ঢাকা ও কারাচি সরাসরি ফ্লাইট চালুর
আশা জানালেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। বাংলাদেশে দায়িত্বপ্রাপ্ত পাকিস্তানের হাইকমিশনার আশা প্রকাশ
করে বলেন, ২০২৬ সালের জানুয়ারিতে ঢাকা-কারাচি সরাসরি ফ্লাইট চালু হতে পারে।
রোববার (২৮ ডিসেম্বর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধান
উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে
সাক্ষাৎকালে তিনি এই বিষয়ে কথা বলেন।
ওই সময় উভয় পক্ষ বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয়
সম্পর্ক আরও জোরদারে বাণিজ্য, বিনিয়োগ ও বিমান যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি সাংস্কৃতিক,
শিক্ষাগত ও চিকিৎসা খাতে সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
হাইকমিশনার ইমরান হায়দার জানান, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয়
বাণিজ্য প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায় নতুন বিনিয়োগের
সুযোগ অনুসন্ধানে আগ্রহ প্রকাশ করেছেন। সাম্প্রতিক সময়ে সাংস্কৃতিক বিনিময় বেড়েছে। বাংলাদেশি শিক্ষার্থীরা পাকিস্তানে উচ্চশিক্ষার
সুযোগে আগ্রহ দেখাচ্ছে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা, চিকিৎসা বিজ্ঞান ও ন্যানোটেকনোলজি অন্যতম আকর্ষণীয় পথ।
প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান যোগাযোগকে
স্বাগত জানিয়ে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সফর বৃদ্ধি এবং সাংস্কৃতিক, শিক্ষাগত ও জনগণের
মধ্যে বিনিময় জোরদারের ওপর গুরুত্বারোপ করে বলেন- পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের
সময়কালে ঢাকা কারাচি বিনিয়োগ ও যৌথ উদ্যোগে নতুন সম্ভাবনার পথ উন্মোচন হবে।
সাক্ষাৎকালে এসডিজি সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদের
উপস্থিতে একটি প্রতিনিধি দলও উপস্থিত ছিলেন।
তথ্য-বিডিপ্রতিদিন/ডিউক