দোহার সংবাদদাতা:
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নে ভাইকে তালাবদ্ধ রেখে
বোনকে ধর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘণ্টা পর মঙ্গলবার সন্ধ্যায়
নবাবগঞ্জ থানায় ভিকটিমের পরিবার অভিযোগ করলে ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ভিকটিমকে
ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
ভিকটিম পরিবার সূত্রে জানাগেছে, সোমবার বিকেলে স্কুল থেকে বাসায় ফিরে
দুই শিশু। এরা আপন ভাইবোন। তারা উভয়ই তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। এসময় তার মা পার্শ্ববর্তী
একটি ধর্মীয় অনুষ্ঠানে ছিলেন। একা বাড়িতে পেয়ে মোহাব্বতপুর গ্রামের রাজমিস্ত্রির সহযোগী
মাদকাসক্ত আলাউদ্দিন (২০) শিশুর ভাইকে একটি রুমে তালা দিয়ে আটকে রাখে।
এসময় ওই শিশুকে ডেকে পাশের ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই শিশুটির মা বাড়িতে
আসে। শব্দ পেয়ে দৌড়ে পালিয়ে যায় যুবক। পরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে নারী চিৎকার দেয়। প্রতিবেশীরা
এসে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। স্বামী প্রবাসে থাকার কারণে ঘটনার ২৪ ঘণ্টা পর
মঙ্গলবার রাতে নবাবগঞ্জ থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন শিশুটির মা। শিশুটির মা বলেন, তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। ছেলেটিমাদকাসক্ত, তার বিচার চাই।
এ বিষয়ে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ঘটনায়
অভিযুক্ত আলাউদ্দিন ভূইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার
জন্য ঢাকায় পাঠিয়েছি।