অনলাইন ডেক্স:
রাজধানীর ঢাকা উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ
সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। এসময় আনোয়ার হোসেন
নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন দুর্বৃত্তদের হাতে। তবে এ ঘটনায় তেজতুরি বাজার এলাকায়
থমথমে অবস্থা বিরাজ করছে।
বুধবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে রাজধানীর
তেজতুরি বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা তাদরকে গুলি করে পালিয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ
কমিশনার (এডিসি) ফজলুল করিম বলেন, স্টার কাবাবের পাশের গলিতে দুই জন গুলিবিদ্ধ হয়েছে।
তাদের মধ্যে একজন মারা গেছেন। তাদেরকে বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের
ধরতে পুলিশ তৎপর রয়েছে।
তথ্য- বিডি প্রতিদিন/ এম ডিউক