অনলাইন
ডেক্স:
অভিনব
পন্থায় কারচুপি হয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী উমামা ফাতেমা। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির জাতির সাথে কী পরিমাণ বেঈমানি
করেছে তা ইতিহাসের পাতায়
লেখা থাকবে। আজ
বুধবার (১০
সেপ্টেম্বর) ভোর
৫টা ৪০ মিনিটে নিজের
ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি
একথা বলেন।
তিনি
আরও বলেন, কারচুপির
নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একি ইতিহাস, একি ব্যবস্থা। মাঝে দিয়ে এতগুলা পরিবার নিঃস্ব হলো।
তিনি
বলেন, অভিনব পন্থায় ডাকসু নির্বাচন কারচুপি হয়েছে। বাংলাদেশের ইতিহাসের কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির কি পরিমাণ বেঈমানি
করেছে জাতির ইতিহাসের পাতায় লেখা থাকবে। সাড়ে ৩টার দিকে আরেক স্ট্যাটাসে তিনি ডাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন। ওই স্ট্যাটাসে তিনি
লেখেন, বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে
জাতিকে লজ্জা উপহার দিল শিবির পালিত ঢাবি প্রশাসন।