ডাকসু থেকে শেখ হাসিনার নাম বাতিল

Date: 2025-11-12
news-banner

শিক্ষা ডেক্স:

২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কর্তৃক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া আজীবন সদস্যপদ বাতিল করা হয়েছে। ডাকসুর গঠনতন্ত্র পরিপন্থী হওয়ায় এই সদস্যপদকে ‘অবৈধ’ ঘোষণা করে সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ডাকসু পরিষদ।

বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত দ্বিতীয় সাধারণ সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খান।

সভা শেষে ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম সাংবাদিকদের জানান, ২০১৯ সালে ডাকসুর গঠনতন্ত্র লঙ্ঘন করে শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। সেটি ছিল সম্পূর্ণ অগণতান্ত্রিক ও অবৈধ একটি প্রস্তাব। আজকের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সেই বিতর্কিত প্রস্তাবটি বাতিল করা হয়েছে। সভায় ভিপি, জেনারেল সেক্রেটারি (জিএস), অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস)সহ ডাকসুর কার্যনির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৯ সালে দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনের পরপরই তৎকালীন পরিষদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাশ করে, যা তখন থেকেই বিতর্কের সৃষ্টি করেছিল।

Leave Your Comments