অনলাইন
ডেক্স:
দৈনিক ভোরের
কাগজ অনলাইন-এর প্রধান মিজানুর রহমান সোহেলকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে রাজধানীর
নতুন বাড্ডার বাসা থেকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ তুলেছেন তার স্ত্রী সুমাইয়া সীমা।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে পাঁচজন ডিবির পোশাক পরা ব্যক্তি নিজেদের পরিচয় দিয়ে সোহেলকে
নিয়ে যান বলে জানান তিনি।
সোহেলের স্ত্রী
বলেন, পাঁচজনের একজন নিজেকে আশরাফুল পরিচয় দিয়ে জানান যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের
প্রধান সোহেলের সঙ্গে কথা বলতে চান এবং কিছুক্ষণের মধ্যেই তাকে ফেরত দেওয়া হবে। ঘটনার
সময় সীমা পাশের রুমে ছিলেন, আর সোহেল ল্যাপটপে কাজ করছিলেন। কলিংবেল পেয়ে দরজা খুলতেই
ডিবির জ্যাকেট পরা ব্যক্তিরা তাকে নিয়ে যায়।
“আমি খুবই চিন্তায়
আছি। রাত বাজে আড়াইটা, এখনো ফিরে আসেনি। আমি অসুস্থ, আমার বাচ্চাও অসুস্থ,” বলেন তিনি।
ঘটনা বিষয়ে
রাতেই ডিবির কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
ডিবি প্রধানের
স্বীকারোক্তির দাবি-যুক্তরাজ্য প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের তার ফেসবুকে দাবি
করেন, তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এর
সঙ্গে কথা বলেছেন। তার পোস্টের ভাষ্যে, ডিবি প্রধান স্বীকার করেছেন যে সোহেলকে ডিবি
কার্যালয়ে নেওয়া হয়েছে।
কেন গভীর রাতে
এভাবে একজন সাংবাদিককে তোলা হলো— এ প্রশ্নের জবাবে ডিবি প্রধান বলেছেন যে “সুনির্দিষ্ট
তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য” তাকে আনা হয়েছে।
সাংবাদিক সংগঠনগুলোর
উদ্বেগ ও প্রতিক্রিয়া-সোহেল সেন্টার ফর টেকনোলজি জার্নালিজম (সিটিজে)–এর সহসভাপতি।
সংগঠনের সাধারণ সম্পাদক সাইফ আহমাদ এক বার্তায় বলেন,
“রাত ১২টার পর বাসা থেকে তুলে নেওয়ার ঘটনা শুধু উদ্বেগের
নয়, গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ডিবি প্রধান ঘটনাটি স্বীকার করলেও এত গভীর
রাতে কেন নেওয়া হলো, তার স্বচ্ছ ব্যাখ্যা জরুরি।”
তিনি আরও জানান,
তারা সোহেলের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত, পূর্ণ ব্যাখ্যা ও
দ্রুত মুক্তি দাবি করছেন।
সম্ভাব্য কারণ
নিয়ে সায়েরের ইঙ্গিত-ফেসবুক পোস্টে সায়ের দাবি করেন, ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন
রেজিস্টার (এনইআইআর) চালু করার উদ্যোগ নিয়ে একটি ব্যবসায়ী সিন্ডিকেটে চাপ সৃষ্টি হচ্ছে।
তিনি উল্লেখ
করেন-
ডাচ নাগরিক
ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব সাধারণ মোবাইল বিক্রেতাদের দাবি আমলে
না নিয়ে এনইআইআর বাস্তবায়নের চেষ্টা করছিলেন।
এ নিয়ে সাধারণ
ব্যবসায়ীরা বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন ডাকেন। সেই আয়োজনের পরামর্শ
দিচ্ছিলেন সাংবাদিক সোহেল।
সায়েরের দাবি,
এ সংবাদ সম্মেলন বানচাল করা এবং ব্যবসায়ীদের ভয় দেখানোর উদ্দেশ্যে সোহেলকে তুলে নেওয়া
হয়েছে।
এই বিষয়ে গভীর
রাতে ফয়েজ আহমদ তৈয়ব–এর বক্তব্য পাওয়া যায়নি।
তথ্যসূত্র: বিডি নিউজ২৪