দেশের সকল মোবাইল ফোনের দোকান বন্ধ থাকবে- এমবিসিবি

Date: 2025-11-19
news-banner

নিজস্ব সংবাদদাতা:

সারা দেশে মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)। বুধবার (১৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, সুমাশটেকের প্রধান নির্বাহী আবু সাঈদ পিয়াসকে গোয়েন্দা পুলিশ তুলে নেওয়ার প্রতিবাদে দেশজুড়ে সব মোবাইল ফোন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পিয়াসকে আজকের মধ্যে মুক্তি না দিলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে  নামবেন এবং প্রয়োজনে ‘দেশ অচল’ করে দেবেন।

গতকাল রাতে সুমাশটেকের সিইও এবং পরিচিত স্মার্টফোন–গ্যাজেট ব্যবসায়ী আবু সাঈদ পিয়াসকে ডিবি পুলিশ নিয়ে গেছে বলে অভিযোগ ওঠে। পিয়াসের পরিবারের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

তার স্ত্রী সুমাইয়া চৌধুরী জানান, মঙ্গলবার রাত ৩টার দিকে মিরপুর-১ এলাকার বাসায় অভিযান চালিয়ে তার স্বামীকে তুলে নিয়ে যায় গোয়েন্দা পুলিশ। এ সময় ডিবি সদস্যরা পিয়াসের মোবাইল ফোনটিও জব্দ করেন।

Leave Your Comments