অনলাইন ডেক্স:
রাজধানীর ধানমন্ডি ৩২
নম্বরের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
একই সঙ্গে বিক্ষোভকারীদের বুলডোজার সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এলাকায় বিপুলসংখ্যক
সেনা ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
সোমবার দুপুর ১২টার দিকে
ট্রাকে করে দুটি বুলডোজার ধানমন্ডি ৩২–এর দিকে এগোতে চাইলে আইন-শৃঙ্খলা বাহিনী তা আটকে
দেয়। পুলিশ জানায়, দেশের প্রচলিত আইনে এ ধরনের কার্যক্রমের অনুমতি নেই।
বুলডোজারের ওপর থাকা
কয়েকজন তরুণ নিজেদের বিভিন্ন সংগঠনের কর্মী হিসেবে পরিচয় দেন। তাদের একজন নিজেকে “জুলাই
স্মৃতি সংরক্ষণ পরিষদ”–এর আহ্বায়ক দাবি করে বলেন, অতীতে শেখ হাসিনার প্রথম বক্তব্যের
পর তারা ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার কাজ শুরু করেছিলেন, যদিও তা সম্পূর্ণ করা সম্ভব হয়নি।
সোমবার ঘোষিত রায়ের পর তারা মনে করছেন, “শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতি ধূলিসাৎ
হয়ে যাবে।”
এর আগে চলতি বছরের ৫
ফেব্রুয়ারি রাত ১১টার দিকে একটি বুলডোজার ও একটি এক্সকাভেটর এনে ৩২ নম্বর বাড়িটি গুঁড়িয়ে
দেওয়ার চেষ্টা করা হয়। তারও আগে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঐতিহাসিক
এই বাড়ি পুড়িয়ে দেয় ছাত্র-জনতা।
তথ্যসূত্র: কালেরকন্ঠ