অনলাইন
ডেক্স:
মুক্তির
সঙ্গে সঙ্গে বাংলাদেশেও প্রেক্ষাগৃহে আসে জেমস ক্যামেরনের জনপ্রিয় কল্পবিজ্ঞান সিরিজ
‘অ্যাভাটার’-এর তৃতীয় পর্ব ‘অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’। ২০০৯ সালে মুক্তি পাওয়া
প্রথম ‘অ্যাভাটার’ যে অভাবনীয় সাড়া ফেলেছিল, তার রেশ আজও সিনেমাপ্রেমীদের স্মৃতিতে
উজ্জ্বল।
সেই
সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে মুক্তির মাত্র ১৮ দিনের মধ্যেই বিশ্বজুড়ে সিনেমাটির
আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বাজার থেকে
এসেছে ৩০৬ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজারে সিনেমাটি আয় করেছে ৭৭৭ দশমিক ১ মিলিয়ন
ডলার। সব মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৮৩ বিলিয়ন ডলারে। এর
আগে প্রথম ‘অ্যাভাটার’ ১৭ দিনে এবং দ্বিতীয় কিস্তি ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’
মাত্র ১৪ দিনেই এক বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করেছিল। পরবর্তীতে ইতিহাস গড়ে প্রথম
সিনেমাটি আয় করে ২ দশমিক ৯ বিলিয়ন ডলার এবং দ্বিতীয়টি ২ দশমিক ৩ বিলিয়ন ডলার।
তৃতীয়
কিস্তিতেও আন্তর্জাতিক দর্শকরাই আয়ের প্রধান ভরসা হয়ে উঠেছে। এখন পর্যন্ত সর্বোচ্চ
আয় এসেছে চীন থেকে-১৩৮ মিলিয়ন ডলার। এরপর রয়েছে ফ্রান্স (৮১ মিলিয়ন), জার্মানি (৬৪
মিলিয়ন) ও দক্ষিণ কোরিয়া (৪৪ মিলিয়ন)। করোনা
মহামারির পর এই প্রথম ডিজনির বার্ষিক বৈশ্বিক বক্স অফিস আয় ৬ দশমিক ৫৮ বিলিয়ন ডলার
ছাড়িয়েছে, যা স্টুডিওটিকে আবারও শীর্ষ অবস্থানে নিয়ে গেছে।
গল্পে
দেখা যায়, জেক সালি (স্যাম ওয়ার্থিংটন), নেইতিরি (জো সালদানা) ও তাদের পরিবারকে। এবার
তাদের লড়াই এক নতুন ও ভয়ংকর আগুন-শক্তিধারী শত্রুর বিরুদ্ধে, যা প্যান্ডোরার জগতে নতুন
সংকটের জন্ম দেয়।
এই
সিনেমার মাধ্যমে জেমস ক্যামেরনের ক্যারিয়ারে চতুর্থবারের মতো এক বিলিয়ন ডলার ক্লাবের
সদস্য হলো কোনো চলচ্চিত্র। ‘টাইটানিক’সহ তিনটি দুই বিলিয়ন ডলারের বেশি আয় করা সিনেমার
পরিচালক হিসেবে তিনি ইতোমধ্যেই অনন্য রেকর্ড গড়েছেন।
তথ্য-বিডিপ্রতিদিন/এম
ডিউক