ফটিকছড়িতে চিরকুট লিখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Date: 2025-12-08
news-banner

অনলাইন ডেস্ক:

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক প্রবাসীর স্ত্রী। সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সুন্দরপুর ইউনিয়নের পশ্চিম আজিমপুর ১ নম্বর ওয়ার্ডের সেকান্দার মাঝির বাড়িতে নিজ কক্ষ থেকে আয়েশা সিদ্দীকা (১৯)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। তিনি ওমানপ্রবাসী লিয়াকত আলীর স্ত্রী। তিন বছর আগে তাদের বিয়ে হয়।

স্থানীয়রা জানান, সকালে আয়েশার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে সন্দেহ হয় পরিবারের সদস্যদের। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরে দরজা ভেঙে ঘরে ঢোকে তারা। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আয়েশাকে দেখতে পান। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়, যেখানে লেখা ছিল-আমাকে মাফ করে দিবেন সবাই।

ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ সেলিম উদ্দীন জানান, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশে একটি চিরকুট পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।


তথ্য: বিডি প্রতিদিন

Leave Your Comments