ফাজিল পরীক্ষায় প্রকাশ্যে বই খুলে পরীক্ষা

Date: 2025-12-23
news-banner

অনলাইন ডেস্ক:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় একটি কামিল মাদ্রাসায় ফাজিল পরীক্ষায় শিক্ষকের উপস্থিতিতেই প্রকাশ্যে বই ও খাতা খুলে পরীক্ষা দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে বই দেখে উত্তর লিখতে দেখা যাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরা।

দুই মিনিট ২৭ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, পরীক্ষার হলে প্রায় প্রত্যেক শিক্ষার্থীর টেবিলের ওপর খোলা বই রাখা। তারা প্রকাশ্যেই বই দেখে প্রশ্নের উত্তর লিখছেন, আর দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা সেখানে উপস্থিত রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার। বর্তমানে সেখানে ফাজিল (স্নাতক) অনার্স প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বর্ষের পরীক্ষা চলছে। গত রবিবার (২১ ডিসেম্বর) প্রথম ও তৃতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় মোট ৪৪ জন শিক্ষার্থী অংশ নেন, যাদের সবাই ওই মাদ্রাসার শিক্ষার্থী।

এ বিষয়ে জানতে মঙ্গলবার রাতে মাদ্রাসাটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুসের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মো. তৈয়ব হোসেন বলেন, “পরীক্ষায় অসদুপায়ের বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


তথ্য -বিডিপ্রতিদিন

Leave Your Comments