স্টাফ রিপোর্টার:
দেশের সাম্প্রতিক রাজনৈতিক উত্তাপ ও
সামাজিক অস্থিরতার প্রেক্ষাপটে ‘মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে’-এমন
তীব্র ভাষায় বর্তমান পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।
রবিবার (২৩ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড
ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। মাহফুজ আলম লেখেন, “মজলুম জালিম
হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে। পুরা পরিস্থিতি হতাশা ও ক্ষুব্ধতার।”
তিনি অভিযোগ করে বলেন, “জুলুমকে ইনসাফ
দিয়ে, সহিংসতাকে দরদ দিয়ে প্রতিস্থাপন না করে যারা নতুন মাত্রার জুলুম ও সহিংসতা করে
বেড়াচ্ছেন, তারা ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য দায়ী থাকবেন।”
তার মতে, সমাজ ও রাষ্ট্রে চিন্তা-চেতনা
ও মতের বৈচিত্র্য বাধাগ্রস্ত হলে ফ্যাসিবাদ ফিরে আসবে এবং এতে জুলাই বিপ্লব ব্যর্থ
হওয়ার ঝুঁকি তৈরি হবে।
তথ্যসূত্র: কালেরকন্ঠ