খেলা ডেস্ক । মঙ্গলবার, ১২ নভেম্বর
২০২৫
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে বড় অঘটনের
জন্ম দিল আফ্রিকার দেশ উগান্ডা। কাতারে অনুষ্ঠিত যুব বিশ্বকাপের গ্রুপপর্বে ইউরোপের
পরাশক্তি ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলকে ১-০ গোলে হারিয়েছে উগান্ডা অনূর্ধ্ব-১৭ দল। এই জয়ের
ফলে তারা প্রথমবারের মতো টুর্নামেন্টের পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে।
অবশ্য উগান্ডার কাছে হারের পরও গ্রুপপর্ব
পেরিয়ে যেতে সক্ষম হয়েছে ফ্রান্স দল। গ্রুপ ‘কে’-তে জমে উঠেছিল হাড্ডাহাড্ডি লড়াই।
তিন ম্যাচ শেষে ফ্রান্স, উগান্ডা, কানাডা ও চিলি—এই চার দলের তিনটিরই সমান ৪ পয়েন্ট
করে হয়, ফলে গোল ব্যবধান হয়ে ওঠে পরের রাউন্ডে ওঠার মূল সমীকরণ।
গ্রুপ ‘কে’-এর চার দলই একটি জয়, একটি
হার এবং একটি ড্র করেছে। তবুও গোল ব্যবধানে (+১) এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স
অনূর্ধ্ব-১৭ দল। কানাডা ও উগান্ডার গোল ব্যবধান সমান থাকলেও মুখোমুখি লড়াইয়ে কানাডার
জয় থাকায় তারা গ্রুপে দ্বিতীয় স্থান দখল করে।
অন্যদিকে, সেরা তৃতীয় দলের তালিকায়
জায়গা পেয়ে উগান্ডা নিশ্চিত করে নক-আউট পর্বের টিকিট।
ফ্রান্সের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত
ফুটবল উপহার দেয় উগান্ডা তরুণরা। শুরুর থেকেই চোখে চোখ রেখে লড়াই করে তারা। ১৫তম মিনিটে
উগান্ডার জেমস বোগেরে ডি-বক্সের ভেতর থেকে বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে নেন, যা
শেষ পর্যন্ত ম্যাচের একমাত্র গোল হয়।
দৃঢ় রক্ষণভাগ ও ভয়ডরহীন আক্রমণভঙ্গিতে
পুরো ম্যাচজুড়ে ফরাসিদের চাপে রেখেছিল আফ্রিকার দলটি। এই জয় নিঃসন্দেহে উগান্ডার ফুটবল
ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হয়ে থাকবে।
এদিকে, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ইতোমধ্যে
আর্জেন্টিনা ও ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দলও পরের পর্ব নিশ্চিত করেছে।
তিন ম্যাচেই জয় তুলে নিয়ে গ্রুপসেরা
হয়েছে আর্জেন্টিনা। দুই জয় ও এক ড্র নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ব্রাজিল অনূর্ধ্ব-১৭
দলও।
তথ্য সূত্র: বিডি প্রতিদিন