ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় ৪ দেশকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

Date: 2025-09-22
news-banner

বিডিফেস ডেক্স:

৭৫ বছরের বেশি সময় ধরে নির্যাতিত ফিলিস্তিন ভূখণ্ডের মানুষ। ফিলিস্তিন রাষ্ট্রকে চার প্রভাবশালী দেশ কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য পর্তুগালের স্বীকৃতি দেওয়ার ঘটনার মধ্যে দিয়ে ১৫১ দেশের  সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা।  চার প্রভাবশালী দেশ কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য পর্তুগালের স্বীকৃতি দেওয়ার ঘটনাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

তাদের স্বীকৃতির পরে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এই স্বীকৃতি চূড়ান্ত স্বাধীনতা প্রাপ্তির ক্ষেত্রে একটি পদক্ষেপ। জন্মলগ্ন থেকেই বাংলাদেশের ফিলিস্তিনের পক্ষে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ফিলিস্তিনের জনগণকে আমরা সমর্থন করে আসছি, কাজেই চার দেশের স্বীকৃতিকে আমরা স্বাগত জানাই। এটা একটা সুখবর। যুক্তরাজ্য কানাডা, অস্ট্রেলিয়া পর্তুগালের স্বীকৃতির মধ্যে দিয়ে ১৫০টির বেশি দেশের সমর্থন পেলেন স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা।

তিনি আরও বলেন, বিশ্বের আরেক প্রভাবশালী পশ্চিমা দেশ ফ্রান্স শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছে। এটি হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের মধ্যে চারটিরই স্বীকৃতি পাবে ফিলিস্তিন।


Leave Your Comments