গাইবান্ধায় ট্রেনের বগি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

Date: 2026-01-12
news-banner

অনলাইন ডেক্স:

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশনে ট্রেনের একটি বগি থেকে মোজাহার আলী (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের মতরপাড়া গ্রামের মৃত আব্দুল সর্দারের ছেলে।

বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার সান্তাহার থেকে ছেড়ে আসা কলেজ ট্রেনটি বোনারপাড়া স্টেশনে পৌঁছায়। ট্রেনটি পৌঁছানোর পর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলাকালে রেলওয়ের ঝাড়ুদাররা শেষ বগিতে একজন যাত্রীর নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি মো. কামাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। পরিবারের সদস্যরা উপস্থিত হলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

 

তথ্য-জাগোনিউজ

 

Leave Your Comments