বরিশাল সংবাদদাতা:
মহানগরী বরিশালের গৌরনদী
উপজেলার পৃথক তিনটি এলাকা থেকে এক যুবলীগ নেতা, এক বৃদ্ধা ও চার মাসের অন্তঃসত্ত্বা
এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে এসব লাশ উদ্ধার করা হয় বলে গৌরনদী
মডেল থানার ওসি তরিকুল ইসলাম নিশ্চিত করেছেন।
লাশ উদ্ধার হওয়া তিনজন
হলেন- আমিনুল ইসলাম (৪২), খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর
মাষ্টারের ছেলে ও উপজেলা যুবলীগের সদস্য, সবিতা মন্ডল (৬০), নলচিড়া ইউনিয়নের চর রমজানপুর
গ্রামের সুধাংশু মন্ডলের স্ত্রী ও ইভা বেগম (২১) নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস
হাওলাদারের স্ত্রী।
আমিনুলের পরিবারের সদস্যরা
জানান, শনিবার রাত ১০টার দিকে তিনি বাসা থেকে বের হন। এরপর আর ফিরে আসেননি। রবিবার
সকালে বাড়ির সামনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনরা অভিযোগ করেন, এটি
পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত সবিতা মন্ডল রাতে
ঘরের দরজা-জানালা বন্ধ করে একাই ঘুমিয়ে ছিলেন। সকালে তাকে ডাকতে গিয়ে পরিবারের লোকজন
দরজা খোলা ও ঘরের আসবাবপত্র এলোমেলো দেখতে পান। পরে বিছানা থেকে তার লাশ উদ্ধার করা
হয়। স্বজনরা ধারণা করছেন, সংঘবদ্ধ দুর্বৃত্তরা ঘরে লুকিয়ে থেকে মালামাল লুট করেছে এবং
বাধা দেওয়ার কারণে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।
জানা গেছে, তার একমাত্র
ছেলে সুকুমার মন্ডল কয়েকদিন আগে গ্রীস থেকে দেশে ফিরেছেন এবং ঘটনার রাতে বোনের বাড়িতে
ছিলেন। অন্যদিকে, শনিবার রাতে বাবার বাড়ি মুলাদী উপজেলার কাচিরচর থেকে স্বামীর বাড়িতে
ফিরে আসেন চার মাসের অন্তঃসত্ত্বা ইভা বেগম। রাতে পরিবারের অজান্তে গলায় ফাঁস লাগিয়ে
আত্মহত্যা করেন তিনি। আত্মহত্যার কারণ জানাতে পারেননি পরিবারের কেউ।
গৌরনদী মডেল থানার অফিসার
ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম বলেন, তিনটি লাশই উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল
মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ছাড়া
পরিবারের কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।