গাইবান্ধা সংবাদদাতা:
গাইবান্ধা জেলা কারাগারে আবু বক্কর সিদ্দিক মুন্না (৫৫) নামের এক হাজতীর মৃত্যু হয়েছে।
তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছিলেন ।
রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ১টার সময় গাইবান্ধা জেনারেল হাসপাতালে মৃত্যু হয়।
গাইবান্ধা কারাগারের জেলার আতিকুর রহমান জানান, গাইবান্ধা শহরের মুন্সিপাড়ার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক মুন্নার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে।
চলতি মাসের ২ তারিখে তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। রোববার রাত সোয়া ১২ টায় তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাইবান্ধা জেনারেল হাসপতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহতের স্বজনরা বলেন, দীর্ঘদিন তার সাথে কাউকে যোগাযোগ করতে দেয়া হয়নি। তাকে কৌশলে হত্যা করা হয়েছে বলে পরিবারের লোকজন অভিযোগ করেন ।