গোয়েন্দা নজরদারির বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে-স্বরাষ্ট্র উপদেষ্টা

Date: 2026-01-05
news-banner

অনলাইন ডেক্স:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে গোয়েন্দা নজরদারির বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।  সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে সরকারের সহায়তায় সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি। সঠিক সময়েই দেশে নির্বাচন আয়োজিত হবে। নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সে ব্যাপারে কঠোর রয়েছে সরকার। আর জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্তকারীদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। ওসমান হাদির ব্যাপারে বলেন, শহীদ ওসমান বিন হাদির মামলার শিগগিরই চার্জশিট দেওয়া হবে। এখন পর্যন্ত ১১ জন গ্রেফতার হয়েছেন। এই সরকারের মেয়াদেই হাদি হত্যা মামলার বিচার হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর পারষ্পরিক সম্পর্কে যাতে দলগুলোতে দুষ্কৃতকারী ঢুকতে না পারে সে ব্যাপারে দলগুলোর প্রতি আহ্বান জানাই। রাস্তা বন্ধ করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেয়া হবে।

সূত্র-বিডিপ্রতিদিন/এম ডিউক

Leave Your Comments