গোপালগঞ্জে দুর্বৃত্তদের হামলায় যুবক নিহত

Date: 2025-12-31
news-banner

গোপালগঞ্জ সংবাদদাতা:

জেলা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে মোকলেছ মোল্লা (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল নাজিরের মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। মোকলেছ মোল্লা ওই এলাকার আবুল কালাম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় মোকলেছ স্থানীয় যুবক সাকিবের সঙ্গে তারাইল বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। নাজির কাজীর মোড় এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। এ সময় হামলাকারীরা মোটরসাইকেল চালক সাকিব ও আরোহী মোকলেছকে মারধর শুরু করে। চালক সাকিব দৌড়ে পালিয়ে গেলেও মোকলেছকে ধরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের চিকিৎসক সিরাজুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের পাঠানো হয়েছে।

Leave Your Comments