গোপালগঞ্জে আগুন দিয়ে নারীর আত্মহত্যা

Date: 2025-09-21
news-banner
গোপালগঞ্জ সংবাদদাতা:
জেলা গোপালগঞ্জ কোটালীপাড়ায় আমেরিকান প্রবাসীর স্ত্রী ঝর্না বেগম (৩৭) নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছে বলে জানাগেছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার পিঞ্জুরী গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতের স্বজনেররা জানান, আমেরিকান প্রবাসী হাফেজ মোঃ সিদ্দিকুর রহমান তালুকদারের স্ত্রী ঝর্ণা বেগম (৩৭) নিজ কক্ষে আগুন ধরিয়ে আত্মহত্যা করেন। ঝর্না বেগমের রুম থেকে আগুনের ধোয়া বের হতে দেখে তারা ছুটে গিয়ে দেখেন, দরজা ভিতর থেকে লক করা। এসময় তারা দরজা ভেঙে দেখতে পান ঝর্না বেগমের আগুনে পোড়া নিথর দেহ পড়ে আছে। 
ঝর্ণা বেগমের মাদরাসা পড়ুয়া  দুই সন্তান সাকিব সাদনান তালুকদার (১৯) ও ছোট ছেলে মোঃ ইউছুব তালুকদার (১০) কে নিয়ে বাড়ীতে থাকেন।
তবে কি কারনে ঝর্ণা বেগম আত্মহত্যা করেছে কেউ কোন ধারনা করতে পারছেনা বলে জানিয়েছেন পরিবার ও এলাকাবাসি। 

Leave Your Comments