গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে গুলি করে মৃত্যুদণ্ড
Date: 2025-11-24
অ-অ+
বিশ্ব ডেক্স: ইয়েমেনে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও তাদের
মিত্রদের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনকে গুলি করে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে হুতি-নিয়ন্ত্রিত
আদালত। শনিবার সকালে রাজধানী সানা’র বিশেষ ফৌজদারি আদালত এ রায় ঘোষণা করে। হুতি গণমাধ্যমের দাবি, দণ্ডপ্রাপ্তরা
আমেরিকান, ইসরায়েলি, সৌদি এবং অন্যান্য পশ্চিমা দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত
একটি গুপ্তচরচক্রের সদস্য। আদালত জানায়, দণ্ডাদেশ জনসমক্ষে কার্যকর করা হবে, যাতে তা
অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। আল জাজিরার বরাত উল্লেখ করা হয়েছে-এই
মামলায় মোট ২০ জনের বিচার হয়। এর মধ্যে একজন নারী ও একজন পুরুষকে ১০ বছরের কারাদণ্ড
এবং আরেকজনকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত আসামিরা চাইলে রায়ের বিরুদ্ধে
আপিল করতে পারবেন। হুতি গণমাধ্যম বলছে, আসামিরা ২০২৪ ও ২০২৫ সালে ইয়েমেনের শত্রু দেশগুলোর
হয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল, যার মধ্যে যুক্তরাজ্যও অন্তর্ভুক্ত। অভিযোগ অনুযায়ী,
তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের নির্দেশনায় কাজ করেছে। তাদের সরবরাহ করা তথ্যের
ভিত্তিতে ইয়েমেনের বেশ কয়েকটি সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা ঘটে-যেখানে
বহু মানুষ নিহত হওয়ার পাশাপাশি ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়। ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরুর
পর থেকে হুতিরা ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলি ও পশ্চিমা বাণিজ্যিক জাহাজে
হামলা শুরু করে। এর জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে একাধিক বিমান হামলা চালায়। তবে গত মাসে গাজায় যুদ্ধবিরতির পর লোহিত
সাগরে হুতিদের হামলা আপাতত বন্ধ রয়েছে। অন্যদিকে, ইসরায়েল ইয়েমেনে ব্যাপক বিমান
হামলা চালিয়ে জ্বালানি অবকাঠামো, বিদ্যুৎকেন্দ্র, গুরুত্বপূর্ণ বন্দরসহ বিভিন্ন স্থাপনা
ধ্বংস করেছে বলে হুতিরা দাবি করেছে। গত আগস্টে তারা জানায়-ইসরায়েলি হামলায় হুতি সরকারের
প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি নিহত হন। গত এক বছরে হুতি কর্তৃপক্ষ জাতিসংঘ
ও বিভিন্ন এনজিও কার্যালয়ে অভিযান চালিয়ে বহু দেশি-বিদেশি কর্মীকে আটক করেছে এবং বিভিন্ন
সরঞ্জাম জব্দ করেছে। আন্তর্জাতিক নিন্দা সত্ত্বেও হুতিরা দাবি করছে-ইসরায়েলি অভিযানের
বিরুদ্ধে প্রতিরোধ গড়তে এসব ব্যবস্থা জরুরী। তথ্যসূত্র-বিডিপ্রতিদিন
We may use cookies or any other tracking technologies when you visit our website, including any other media form, mobile website, or mobile application related or connected to help customize the Site and improve your experience.
learn more