ঘুষ লেনদেনের কারনে দুই পুলিশ বরখাস্ত

Date: 2026-01-09
news-banner

অনলাইন ডেক্স

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশের দুই সদস্যকে ঘুষ গ্রহনের দায়ে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া পুলিশ সদস্যরা হলেন-উপপরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের বরখাস্ত করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । রাত সোয়া ১০টার দিকে বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ জানুয়ারি ভোরে নবীনগর-সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড়ে গাঁজা ভর্তি একটি পিকআপ ভ্যান আটক করেন টহলরত এসআই জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার। মোটা অঙ্কের ঘুষ গ্রহণের বিনিময়ে তারা ওই মাদকবাহী গাড়িটি ছেড়ে দেন। বিষয়টি জানাজানি হলে আলোচনা-সমালোচনা শুরু হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। 

নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন, পুলিশ সুপারের নির্দেশে তদন্ত চালিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর পরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। এবিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সাড়া মেলেনি।

তথ্য- বিডি প্রতিদিন

Leave Your Comments