হার এড়াতে পারার স্বস্তি লিভারপুলের

Date: 2026-01-05
news-banner

অনলাইন ডেক্স:

দ্বিতীয়ার্ধে গিয়ে ম্যাচের উত্তাপ বাড়তে থাকে, আর যোগ করা সময়ের শেষ প্রান্তে তা রীতিমতো রোমাঞ্চকর রূপ নেয়। হার এড়ানোর পাশাপাশি শেষ মুহূর্তে জয়ের স্বপ্নও দেখেছিল লিভারপুল। কিন্তু সেই স্বপ্ন ভেঙে দিয়ে নাটকীয়ভাবে সমতায় ফেরে দুই দলকেই এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়।

রবিবার (৪ডিসেম্বর) প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে ফুলহ্যামের বিপক্ষে ২-২ গোলে ড্র করে লিভারপুল। এর ফলে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারাল ইয়ুর্গেন ক্লপের দল।

ম্যাচে প্রথম ধাক্কা খায় লিভারপুলই। হ্যারি উইলসনের গোলে এগিয়ে যায় ফুলহ্যাম। যদিও দ্বিতীয়ার্ধে ফ্লোরিয়ান ভিয়েৎসের গোলে সমতায় ফেরে সফরকারীরা। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে কোডি হাকপোর গোলে এগিয়ে গিয়ে জয়ের খুব কাছাকাছি পৌঁছে যায় লিভারপুল। তবে মাত্র তিন মিনিটের ব্যবধানে হ্যারিসন রিডের দুর্দান্ত দূরপাল্লার শটে আবারও সমতা ফেরায় ফুলহ্যাম।

গত বছরের শেষ দিকে দুর্দান্ত ছন্দে ছিল লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা তিন ম্যাচসহ সব প্রতিযোগিতা মিলিয়ে চারটি জয় নিয়ে বছর শেষ করেছিল তারা। কিন্তু নতুন বছরের শুরুতেই সেই গতি থেমে যায়। বছরের প্রথম ম্যাচে লিডস ইউনাইটেডের সঙ্গে ড্রয়ের পর এবার টেবিলের নিচের দিকের দল ফুলহ্যামের বিরুদ্ধেও জয় হাতছাড়া হলো।

২০ ম্যাচ শেষে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে রয়েছে লিভারপুল। অন্যদিকে ২৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে অবস্থান ফুলহ্যামের।

ম্যাচের শুরুতেই গোল করে বসে স্বাগতিকরা। রাউল হিমেনেসের ওয়ান-টাচ পাসে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে জাল খুঁজে নেন হ্যারি উইলসন। শুরুতে অফসাইডের ইঙ্গিত মিললেও ভিএআর পর্যালোচনায় গোলের বৈধতা পায় ফুলহ্যাম। গোল হজমের পরও প্রথমার্ধে লিভারপুলের খেলায় তেমন তাড়াহুড়ো দেখা যায়নি। বলের দখল থাকলেও প্রতিপক্ষের সংগঠিত রক্ষণ ভাঙতে ব্যর্থ হয় তারা। চারটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি প্রথমার্ধে।

৫৭তম মিনিটে কনর ব্র্যাডলির পাস থেকে নিখুঁত ফিনিশে গোল করে সমতা ফেরান ভিয়েৎস। লিভারপুলে যোগ দেওয়ার পর লিডসের বিপক্ষে গোল করে আত্মবিশ্বাস পেয়েছিলেন এই জার্মান মিডফিল্ডার, এক ম্যাচ পর আবারও স্কোরশিটে নাম লেখালেন তিনি। শেষ পর্যন্ত জয় না পেলেও, গোল হজম করার পর হার এড়াতে পারার স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

তথ্যসূত্র-বিডিপ্রতিদিন/এম ডিউক

Leave Your Comments