অনলাইন ডেক্স: 
ভারতের প্রতি প্রশ্ন রেখে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট 
রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা তো বাংলাদেশের মানুষ, মুসলমান। তাকে 
কেন পুশ ইন করছেন না? যে সব দুর্বৃত্ত পালিয়ে গেছে ভারতে, তাদের তো পুশ ইন 
করছেন না। স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মরহুম শফিউল বারী বাবু’র পঞ্চম 
মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোমবার (২৮ জুলাই) নয়াপল্টনে আয়োজিত মিলাদ মাহফিলে
 এ কথা বলেন তিনি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘পশ্চিম বাংলা, ত্রিপুরায় প্রচুর 
বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমাদের 
জাতীয়তা পরিচয় আমরা বাংলাদেশি। আমাদের ভাষা বাংলা, কালচার বাংলা। বাঙালি 
কালচার কিন্তু পশ্চিম বাংলা অর্থাৎ ইন্ডিয়াতে বসবাস করা বাঙালি মুসলমান তো 
অনেক আছে। তাদের জোর করে পুশ ইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান 
বাংলাদেশের মানুষ তাকে পুশ ইন করছেন না কেন, যে সব দুর্বৃত্তরা পালিয়ে গেছে
 ভারতে তাকে তো পুশ ইন করছেন না। রিজভী বলেন, ভারতের নাগরিক হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস 
কিন্তু ধর্ম তার মুসলমান হওয়ায় এবং বাংলা ভাষায় কথা বলে এজন্য তাদের জোর 
করে পুশ ইন করা হচ্ছে। সরকারের উচিত পুশ ব্যাক করা। এ পুশব্যাক কেন সরকার 
করতে পারছে না, আগে তো আমরা দেখেছি, চেষ্টা হয়েছে, তখন তো পুশব্যাক করা 
হয়েছে।তিনি বলেন, বাংলাদেশে ভারত তাদের পছন্দের সরকার চায়। সেই সরকারকে জনগণ 
পছন্দ করুক আর না করুক। তাতে কোনো যায়-আসে না। তাদের মনোনীত ব্যক্তি থাকতে
 হবে। তার মানে এটা কারা করে? যারা প্রভুত্বকারী দেশ, যারা সাম্রাজ্যবাদী 
দেশ তারা। যখন অন্য দেশকে দখল করতে চায় বা প্রভাব বিস্তার করতে চায়, শেখ 
হাসিনা ছিল সেই প্রতিভূ। এ কারণে তাদের (ভারতের) মন খারাপ।