নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহের পাশে ড্রামের
ভেতর থেকে উদ্ধার করা খণ্ডিত মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম আশরাফুল
হক (৪২)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
ওসি জানান, আঙুলের ছাপ বিশ্লেষণ করে মরদেহের পরিচয় শনাক্ত
করা হয়েছে। আশরাফুল হকের বাবার নাম মো. আব্দুর রশীদ এবং মায়ের নাম এছরা বেগম। তার বাড়ি
রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে হাইকোর্ট সংলগ্ন
সড়কে পড়ে থাকা নীল রঙের দুটি ড্রাম দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে ড্রাম
দুটির ভেতর থেকে চালের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় খণ্ডিত মরদেহ উদ্ধার করে।
মরদেহ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল।
তদন্তসংশ্লিষ্টরা ধারণা করছেন, দু-এক দিন আগে আশরাফুলকে
হত্যা করে তার মরদেহ টুকরো করা হয় এবং পরে ড্রামের ভেতর ভরে ফেলে রাখা হয়। গলা থেকে
পা পর্যন্ত সব অঙ্গ পৃথক অবস্থায় ছিল। নিহতের মুখে দাড়িও রয়েছে বলে জানায় পুলিশ।
ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে এবং হত্যাকারীদের শনাক্তে
নানামুখী তৎপরতা চলছে।