অনলাইন ডেক্স :জেলার হবিগঞ্জের নবীগঞ্জে পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা সবাই চাচাতো-ফুফাতো ভাইবোন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা ওই গ্রামের রতীশ সরকারের ছেলে শ্রাবণ সরকার (৪), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৫) এবং নোয়াগাঁও গ্রামের ব্রজলাল সরকারের মেয়ে অহনা সরকার (৬)। অহনা সরকার শ্রাবণ ও শুভর চাচাতো বোন।
নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর থেকে পাঞ্জারাই গ্রামে বেড়াতে এসে এ দুর্ঘটনার কবলে পতিত হয় তারা।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলার এক সময় একটি শিশু বাড়ির পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে বাকি দুজনও পানিতে পড়ে। দুপুর দেড়টার দিকে গ্রামের এক মহিলা অহনাকে পানিতে ভাসতে দেখেন। পরে পুকুর থেকে উঠিয়ে শ্রাবণ, শুভ ও অহনাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চম্পক কিশোর সাহা সুমন ঘটনাটি নিশ্চিত করেছেন। খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই আনিসুর রহমান হাসপাতালে উপস্থিত হন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহগুলো হাসপাতালে রয়েছে।