গণতান্ত্রিক ধারা ব্যর্থ হলে দেশ ও জিয়া পরিবার ব্যর্থ হবে- বিএনপি নেতা লিটু

Date: 2025-11-25
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা:

পটুয়াখালী বাউফলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। শতাধীক নেতা কর্মীদের নিয়ে দীর্ঘ পথ হেটে লিফলেটগুলো প্রধান সড়কের দোকানপাট, পথচারী ও সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের হাতে তুলে দেওয়া হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় বাউফল পৌরশহরের কাগজিরপুল এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ এ. কে. এম. মিজানুর রহমান লিটু।

লিফলেট বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন বাউফল উপজেলা কৃষক দলের সদস্যসচিব মো. সোহেল আকন। এছাড়া বিতরণ অনুষ্ঠানে ১৫টি ইউনিয়ন শাখা নেতাকর্মী এবং অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কাগজিরপুল বাসস্টান্ড থেকে শুরু করে কাগুজিরপুল বাজার, বটতলা বাজার, বাউফল সরকারি কলেজ, গোলাবাড়ি বাজার, বাউফল থানা, বাজার রোড, হাচন দালাল সড়ক, হাসপাতাল সড়ক, বাউফল হাসপাতাল, জনস্বাস্থ্য দপ্তর, উপজেলা পরিষদ প্রশাসনিক ভবনে আগত বিভিন্ন শ্রেনীর মানুষ ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাঝে লিফলেটগুলো বিতরণ করা হয়। বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে একটি সংক্ষিপ্ত ভাষন দেন। ওই সময় কৃষিবিদ মিজানুর রহমান লিটু বলেন, গণতান্ত্রিক ধারা যদি ব্যর্থ হয়, তবে দেশ ও জিয়া পরিবার ব্যর্থ হবে-ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি আস্থা রাখুন, তারেক রহমানের প্রতি আস্থা রাখুন। ইনশাআল্লাহ বিএনপি দেশের কল্যাণে কাজ করে যাবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Leave Your Comments