ইসলাম ডেক্স:
ব্যক্তি থেকে রাষ্ট্রীয়
পর্যায় পর্যন্ত পারস্পরিক অবিশ্বাস ও কুধারণা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে বর্তমান সমাজে।
কোন প্রমান ছাড়া অন্যের বিষয় নিয়ে সন্দেহ করা বা অপবাদ দেওয়া যেন সাধারণ নিয়মে পরিণত
হয়েছে। ইসলামের বিধান অনুয়ায়ী যাচাই ছাড়া কোনো মুমিনের ব্যাপারে কুধারণা পোষণ করা আল্লাহর
কাছে গুরুতর অপরাধ।
পবিত্র কোরআনে আয়েশা
(রা.)-এর প্রতি অপবাদের ঘটনায় কিছু মুমিনের বিভ্রান্তির প্রসঙ্গে আল্লাহ তাআলা সতর্ক
করে বলেন- প্রমাণহীন কথাকে সাধারণ মনে করলেও তা আল্লাহর কাছে অত্যন্ত গুরুতর (সুরা
নূর: ১৫)। একই ঘটনায় মুমিনদের পরস্পরের প্রতি সুধারণা পোষণের নির্দেশ দিয়ে বলা হয়,
এটি ছিল সুস্পষ্ট অপবাদ (সুরা নূর: ১২)। কোরআনে আরও বলা হয়েছে, অধিক অনুমান থেকে দূরে
থাকতে এবং কারো গোপন বিষয় অনুসন্ধান না করতে (সুরা হুজুরাত: ১২)। রাসুলুল্লাহ (সা.)
হাদিসে স্পষ্ট করে বলেছেন, মুমিনের সম্মান কাবাঘরের সম্মানের চেয়েও অধিক এবং মুমিনের
প্রতি সুধারণাই আল্লাহর কাম্য (ইবনে মাজাহ)।
হাদিসে কুধারণা, দোষ
অনুসন্ধান, গুপ্তচরবৃত্তি ও বিদ্বেষ থেকে কঠোরভাবে নিষেধ করা হয়েছে (বুখারি)। পাশাপাশি
যাচাই ছাড়া কোনো সংবাদ প্রচার করাকেও মিথ্যাচারের শামিল করা হয়েছে (মুসলিম)।
সূত্র: বিডি প্রতিদিন/এম ডিউক