ইসলামী দেশ গড়তে বুলেট নয়, ভাল মানুষ হতে হবে

Date: 2025-07-27
news-banner
বাউফল সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মো. মজিবর রহমান বলেছেন, ৭৮ বছরে ইসলাম কায়েম  হয়নি।ইসলাম কায়েমের জন্য ভাল মানুষ হতে হবে। আগামী ইসলামী রাস্ট্র গঠনে ভাল মানুষের সাথে ব্যালটেরও প্রয়োজন আছে। বুলেট নয়, ব্যালটের মাধ্যমে জামায়াত ইসলামীকে ইসলামী দেশ গঠনে এগিয়ে আসতে হবে। রবিবার ২৭ জুলাই পটুয়াখালীO8GBW0D.jpeg বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল ৭টায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রভিত্তিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 
QCbwsYL.jpegবাউফল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মু. ইসহাক মিয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, জামায়াতের বরিশাল অঞ্চলের এ্যাসিস্টান্ট সেক্রেটারী জেনারেল  এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল,পটুয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর ও বরিশাল অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাযী ও পটুয়াখালী জেলা আমীর এ্যাডভোকেট নাজমুল আহসান।
advertisement image

Leave Your Comments