মেহেরপুর সংবাদদাতা:
মেহেরপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক
কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টায় বাংলাদেশ ব্যাংক রাজশাহীর আয়োজনে এবং মেহেরপুর
সোনালী ব্যাংক পিএলসি শাখার সার্বিক সহযোগিতায় সদর উপজেলা অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর সদর সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া
জাহান ঝুরকা।
চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি ম্যানেজার
মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সোনালী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট
ম্যানেজার মোঃ আরিফুজ্জামান, মোঃ আসলাম হোসেন, উপপরিচালক বাংলাদেশ ব্যাংক ও মোঃ আব্দুস
সোবাহান, উপ-পরিচালক বাংলাদেশ ব্যাংক রাজশাহী।
এ সময় মেহেরপুর বিভিন্ন শাখার ব্যবস্থাপক কর্মকর্তা
সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। সেমিনারে জাল নোট কিভাবে শনাক্ত করা
যায় এ বিষয়ে আলোচনা এবং প্রজেক্টরের মাধ্যমে দেখানো হয়।