অনলাইন ডেক্স:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। বুধবার (৭ ডিসেম্বর) সকালে
ঢাকার বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন ইউরোপীয় এক্সটার্নাল
অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক ও ডেপুটি চিফ পাওলা
পাম্পালোনি। সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ
মোহাম্মদ তাহের জানান, বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচন ছিল আলোচনার প্রধান বিষয়। তিনি বলেন,
জামায়াতের পক্ষ থেকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। তার
মতে, স্বাধীনতার পর থেকে দেশে সৃষ্ট বিভিন্ন রাজনৈতিক সংকটের অন্যতম কারণ ছিল গ্রহণযোগ্য
নির্বাচনের অভাব। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত না হলে সংকট আরও গভীর
হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। ডা. তাহের আরও বলেন, সাম্প্রতিক সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা
বাহিনীর ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি
প্রশাসনের পক্ষপাতমূলক আচরণ আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে বলে তারা মনে করেন।
অতীতের মতো বিতর্কিত নির্বাচন হলে দেশ ক্ষতির মুখে পড়বে বলেও সতর্ক করেন তিনি।
ইইউ প্রতিনিধি দল জানিয়েছে, আগের নির্বাচনগুলো যথেষ্ট
অংশগ্রহণমূলক না হওয়ায় আসন্ন নির্বাচনে তারা উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর
পরিকল্পনা করছে। রোহিঙ্গা ইস্যুতে জামায়াতের অবস্থান তুলে ধরে তিনি বলেন, দলটি ক্ষমতায়
গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় করে রোহিঙ্গাদের নিরাপত্তা ও মৌলিক অধিকার
নিশ্চিত করতে কাজ করবে।
এক প্রশ্নের জবাবে ডা. তাহের বলেন, সুষ্ঠু নির্বাচন
নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা জরুরি। শুধু সরকার বা নির্বাচন
কমিশনের ওপর নির্ভর করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও জানান, বিরোধী দল ও অন্যান্য রাজনৈতিক
শক্তির সঙ্গে মতবিনিময়ের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত। ভবিষ্যতে যে দলই সরকার গঠন
করুক, দেশের অগ্রগতির জন্য একটি যৌথ বোঝাপড়া থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। নির্বাচনে
সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ প্রসঙ্গে ডা. তাহের বলেন, নিরাপত্তা, প্রচার এবং
প্রশাসনিক সুবিধার ক্ষেত্রে বৈষম্য থাকলে নির্বাচন কখনোই সুষ্ঠু হতে পারে না। এ বিষয়ে
সরকার ও নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন
দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং পররাষ্ট্রবিষয়ক
উপদেষ্টা অধ্যাপক ডা. মাহমুদুল হাসান।
তথ্য-বিডিপ্রতিদিন/এ ডিউক