জনসচেতনতা বাড়াতে মাঠে উপদেষ্টা পরিষদ

Date: 2026-01-15
news-banner

অনলাইন ডেক্স:

গণভোট নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশব্যাপী প্রচার কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। নির্বাচন মনিটরিং ও সহায়তা সংক্রান্ত দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু করেন, যা চলবে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত।

প্রচারণা চলাকালে উপদেষ্টা পরিষদের সদস্যরা দেশের বিভিন্ন জেলায় গিয়ে গণভোটের গুরুত্ব, উদ্দেশ্য ও অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে গণভোটে অংশগ্রহণে জনসচেতনতা বাড়ানো হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

প্রচারণার প্রথম দিনে স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান চট্টগ্রামে অবস্থান করছেন। সেখানে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং গণভোট সংক্রান্ত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।


তথ্য-বিডি প্রতিদিন/ এম ডিউক

Leave Your Comments