যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

Date: 2026-01-03
news-banner
যশোর সংবাদদাতা: 
যশোর শহরের বিএনপির নেতাকর্মী আলমগীর হোসেন (৫২)কে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে শংকরপুর ইসহাক সড়কে এ ঘটনা ঘটেছে।
নিহত আলমগীর হোসেন শংকরপুর গোলপাতা মসজিদের মৃত ইন্তাজ আলীর ছেলে।  সে এলাকার জমি কেনাবেচার ব্যবসায়ী ছিলেন। তিনি সাত নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ও যশোর নগর বিএনপির সাবেক সদস্য। 
প্রত্যক্ষদর্শীরা জানান, আলমগীর মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় হুদা মেমোরিয়াল একাডেমির সামনে পৌঁছালে দৃর্বৃত্তরা তাকে গুলি করে দ্রুত পালিয়ে যান। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক বিচিত্র মল্লিক তাকে  মৃত ঘোষনা করেন। 
যশোর কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক মমিনুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave Your Comments