জাতীয় নির্বাচন ঘিরে বিদেশি পর্যবেক্ষকদের নীতিমালা দিল ইসি

Date: 2025-07-23
news-banner
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিদেশি গণমাধ্যম নীতিমালা-২০২৫’ জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক বলেন, নতুন নীতিমালা জারি হওয়ায় ২০২৩ সালের নীতিমালাটি বাতিল করা হয়েছে। বিদেশি পর্যবেক্ষকদের জন্য ৩০ দিনের সময় দিয়ে আবেদন আহ্বান করবে ইসি। নীতিমালা অনুযায়ী, বিদেশিরা আবেদনপত্র পূরণ করে ই-মেইল বা ফ্যাক্স করে পাঠাতে পারবেন। আবেদন করতে পারবেন বাংলাদেশে অবস্থিত তাদের দূতাবাসের মাধ্যমেও। কমিশন বিজ্ঞপ্তি দেওয়ার ৩০ দিনের মধ্যে আবেদন দিতে হবে। এক্ষেত্রে কমিশন কাউকে যোগ্য মনে করলে জননিরাপত্তা বিভাগকে যাচাই করে দিতে বলবে।এরপর বাছাই করে আবেদনকারীদের তালিকা কমিশন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাবে ভিসা দেওয়ার জন্য। মন্ত্রণালয় কমিশনকে যথাযথ কারণের ব্যাখ্যা না দিয়ে কারো ভিসা প্রত্যাখান করতে পারবে না। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, গত তিনটি নির্বাচনে যেসব বিদেশি পর্যবেক্ষক ‘পক্ষপাতদুষ্ট’ ছিল, তাদের ‘অনুমোদন দেওয়া হবে না’।সিইসির ভাষায়, ‘যেসব পর্যবেক্ষক গত তিনটি নির্বাচনে খুব সুন্দর নির্বাচন হয়েছে বলে সার্টিফিকেট দিয়েছে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে বলেছে, তাদের কোনো মতেই না; আমরা দেখে শুনেই নেব। যারা অভিজ্ঞ, ডিফেন্ডেবল, রিলায়েবল এবং বিভিন্ন দেশে নির্বাচন অবজার্ভ করেছে, বাছাই করে তাদের নেওয়া হবে।
advertisement image

Leave Your Comments