অনলাইন
ডেস্ক : ১১ নভেম্বর ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনও প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না প্রার্থীরা। এমনকি
রাজনৈতিক দলের পক্ষ থেকেও পোস্টার, ব্যানার বা লিফলেট ব্যবহার নিষিদ্ধ করেছে নির্বাচন
কমিশন (ইসি)।
সোমবার
প্রকাশিত ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫’-এ এই নতুন বিধান সংযোজন করা
হয়েছে। এতে বলা হয়েছে, নির্বাচনী প্রচারণা শুধুমাত্র অনলাইন ও ডিজিটাল মাধ্যমেই চালানো
যাবে।
ইসির
নতুন আচরণবিধিতে উল্লেখ করা হয়েছে, দল ও প্রার্থীরা নির্বাচনের সময় কী কী করতে পারবেন,
আর কী কী করতে পারবেন না, তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। পোস্টার, ব্যানার বা দেয়াললিখনের
মাধ্যমে প্রচারণা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও সামাজিক যোগাযোগমাধ্যম, ওয়েবসাইট ও অনলাইন
বিজ্ঞাপনের মাধ্যমে প্রচারণার সুযোগ থাকবে।
নির্বাচন
কমিশন জানিয়েছে, আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা
এবং রাজনৈতিক দলের ক্ষেত্রে দেড় লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে।
প্রয়োজনে
তদন্ত সাপেক্ষে কোনও প্রার্থীর প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকবে ইসির হাতে।
ইসির
কর্মকর্তারা বলছেন, নির্বাচনী ব্যয় কমানো, পরিবেশ দূষণ রোধ এবং সমান প্রতিযোগিতার পরিবেশ
নিশ্চিত করতেই এই বিধান কার্যকর করা হয়েছে।
সূত্র:
বিডি প্রতিদিন।