জাতীয় নির্বাচনের আগে ৫ দফা দাবিতে ৮ দলের কর্মসূচি

Date: 2025-11-12
news-banner

স্টাফ রিপোর্টার:

আটটি রাজনৈতিক দল আসন্ন জাতীয় নির্বাচনের আগে পাঁচ দফা দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে। দলগুলোর পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে-দাবি বাস্তবায়নে সরকার ব্যর্থ হলে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোট আয়োজন, এবং সরকারের গঠনমূলক পদক্ষেপ নিশ্চিত করার লক্ষ্যে দলগুলো ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামছে।

দলগুলোর পক্ষ থেকে জানানো হয়-১৩ নভেম্বর: “ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে” ৮ দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবেন। ১৪ নভেম্বর: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৬ নভেম্বর আন্দোলনরত দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে সরকারের প্রতিক্রিয়া পর্যালোচনা করে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। দলগুলো স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে-দাবি না মানলে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালন করবে।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন-দেশের জনগণের দাবি উপেক্ষা করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য হবে না। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন ছাড়া এই সংকটের সমাধান সম্ভব নয়।

Leave Your Comments