বিডিফেস ডেক্স:
বাংলাদেশের বিভিন্ন জেলায় আগামী
২৪ ঘণ্টায় তাপমাত্রা বাড়তে পারে। তবে এ সময়ের মধ্যে দেশের বিভিন্ন স্থানে ঠাণ্ডা বেশি
পড়ার সম্ভাবনা রয়েছে বলে জানয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য
জানাগেছে আবহাওয়ার পূর্বাভাসে।
সেখানে বলা হয়েছে, সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। রাতে
একটি বেশি ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে দেশের অনেক জায়গায়
অতিরিক্ত ঠান্ডা অনুভূতি হতে পারে। তবে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা,
গোপালগঞ্জ, ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর মধ্যে কোন কোন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে
পারে। রাতের শুরু থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং
কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত থাকতে পারে।
ঘন কুয়াশার কারণে বাস লঞ্চ
ও বিমান চলাচল সাময়িকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে।
উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ
পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে
অবস্থান করছে।
বৃহ্স্পতিবার (২৫ ডিসেম্বর)
সকাল ৬টা থেকে শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা
রেকর্ড করা হয়েছে দক্ষিন পশ্চিমের জেলা যশোরে ৯ ডিগ্রি সেলসিয়াস।
তথ্য- কালেরকন্ঠ/ডিউক