ঝিনাইদহ
সংবাদদাতা:
জেলা
ঝিনাইদহ সদরে ছেলের হাতুড়িপেটায় বিলকিস বেগম (৪০) নামের এক মায়ের মৃত্যু হয়েছে। সোমবার
(১৭ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা
যান। নিহত
বিলকিস বেগম সদর উপজেলার চুটলিয়া গ্রামের রাজমিস্ত্রি রেজাউল ইসলাম রেজার স্ত্রী।
স্থানীয়
সূত্র জানায়, গত ১০ নভেম্বর দুপুরে বিলকিস বেগমের ছেলে সাকিব হোসেন লাদেন তার মায়ের
কাছে ১০ হাজার টাকা দাবি করে। বিলকিস বেগম টাকা দিতে অপারগতা জানালে লাদেন ক্ষিপ্ত
হয়ে হাতুড়ি দিয়ে তার মায়ের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।
গুরুতর
আহত অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার
অবনতি হলে সেখান থেকে তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় তার মৃত্যু হয়।
সদর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘাতক লাদেনকে আটক করে
প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।