কাঁদলেন–কাঁদালেন, বাউফলের ছাত্রদল নেতা

Date: 2025-12-05
news-banner

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা :

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া কামনায় ফ্রি যাত্রী সেবা চালু করেছে পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদল। অসুস্থ ও অসহায় রোগীরা হাসপাতালে আসা-যাওয়ার সময় যেন স্বল্প খরচে কিংবা বিনা খরচে সুবিধা পান-এ প্রত্যাশায় ছাত্রদল এই মানবিক উদ্যোগ গ্রহণ করে।

rRrnS2V.jpeg

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে এ সেবার উদ্বোধন করা হয়। উদ্বোধনের সময় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়-পৌর ছাত্রদলের আহ্বায়ক আবদুল্লাহ আল ফাহাদ খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন, উপস্থিতদেরও আবেগাপ্লুত করেন।

N7t7Y06.jpeg

তার নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা ও পৌর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। ছাত্রদল নেতারা বলেন, অসহায় মানুষের সেবা করতে পারছি-এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। এই সেবা গ্রহণ করতে আসা মানুষের মুখে যদি বেগম খালেদা জিয়ার জন্য একটি দোয়া শুনতে পাই, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।

এ মানবিক কার্যক্রম স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। রোগীসহ তাদের স্বজনেরা ছাত্রদলের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

Leave Your Comments