কল্যাণকর দেশ করতে ঐক্যবদ্ধ হতে হবে- ড. শফিকুর রহমান

Date: 2026-01-02
news-banner

বিডিফেস ডেক্স:

একটি দেশকে কল্যাণকর ও কার্যকর হিসেবে গড়ে তুলতে হলে ঐক্যবদ্ধ হতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২ডিসেম্বর) আমির তার ভেরিফাইড ফেসবুক পেইজে দেওয়া পোষ্টে এ মন্তব্য করেন।

তিনি লেখেন, জাতির ভেতর অনৈক্য থাকলে সেই দেশ বা জাতি কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমাদের ভাবনা চিন্তার ভিন্নতা থাকতে পারে, কিন্তু যেন কোনোভাবেই তা তিক্ততায় ভরে না উঠে।

জামায়াতে আমির আরও লেখেন, আমরা সকলে  হিংসা ও বিভেদ ভুলে  ন্যায় এবং ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষে একসাথে এগিয়ে চলি। মহান আল্লাহ আমাদের সকলের সহায় হোক।

 

বিডিফেস/এম ডিউক

Leave Your Comments