ডেক্স নিউজ :
বিএনপি ক্ষমতায় আসতে পারলে স্বাধীন গণমাধ্যম গঠনে ব্যাপক
সংস্কার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার ((২৪ নভেম্বর) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডকাস্ট
জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত ‘মিডিয়া সংস্কার প্রতিবেদন পর্যালোচনা’ শীর্ষক
সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, “আমাদের প্রতিশ্রুতি খুবই পরিষ্কার।
৩১ দফা কর্মসূচিতে আমরা স্বাধীন গণমাধ্যমের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছি। এজন্যই একটি
কমিশন গঠনের অঙ্গীকার করা হয়েছিল।” তিনি জানান, কমিশন ইতোমধ্যে গঠিত হয়েছে এবং প্রতিবেদনও
প্রস্তুত; তবে পরবর্তীতে এ নিয়ে আলোচনা হয়নি বলে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা যদি জনগণের ভোটে সরকার গঠনের দায়িত্ব পাই,
তাহলে গণমাধ্যম সংস্কারকে নিঃসন্দেহে অগ্রাধিকার দেওয়া হবে। বিএনপি মহাসচিব দাবি করেন,
অতীতে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে গণমাধ্যমের উন্নয়ন ও আধুনিকায়নে
গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল। বর্তমান টেলিভিশন চ্যানেলগুলোর অনেক সময়োপযোগী উদ্যোগের
ভিত্তি বিএনপির আমলে তৈরি হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের পেশাগত ঐক্যের অভাব নিয়ে সমালোচনা করে তিনি
বলেন, আপনাদের অসংখ্য ইউনিয়ন-বিএফইউজে, ডিআরইউ-আবার রাজনৈতিক বিভাজনও আছে। রাজনৈতিক
দলগুলো সাংবাদিকদের নিজেদের পক্ষে টানতে চায়। আপনারা যদি দলীয় হয়ে যান, তাহলে সমস্যা
তৈরি হয়।
আওয়ামী লীগ সরকারের সময় গণমাধ্যমের অবস্থার সমালোচনা করে
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছর গণমাধ্যম ফ্যাসিবাদ লালন করেছে। এখন স্বাধীন সাংবাদিকতার
জন্য সাংবাদিকদের আরও প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে।