কবি হিসেবে কেমন ছিলেন

Date: 2025-07-21
news-banner

কথাসাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ উপন্যাস, গল্প, নাটক ও গানে সবার কাছে পরিচিত। সিনেমার অনবদ্য স্রষ্টা হিসেবে আজও সমাদৃত। কিন্তু কবি হিসেবে কেমন ছিলেন? সবাই হয়তো সেভাবে ভাবেননি কখনো। তবে তাঁর কবিতাও পড়েছেন উপন্যাসে। উপন্যাসে লেখা কবিতাগুলো তো তাঁরই। তারপরও কবি হিসেবে তাঁর পরিচিতি তেমন ছিল না। তিনি নিজেও হয়তো চাননি সেটা। কেননা কবিতা খুবই কম লিখেছেন তিনি। সব সময় ভাবতেন, কবিতা লেখার প্রতিভা ঈশ্বর তাঁকে দেননি। তাঁর উপন্যাস কম-বেশি সবাই পড়েছি। কিন্তু অনেকের কাছেই অপরিচিত হয়ে আছে তাঁর কবিসত্তা। তিনি তাঁর বিভিন্ন উপন্যাসের শুরুতেই কবিতার কিছু চরণ তুলে দিতেন। কবিতাকে ভালোবাসতেন, এ কথা নিঃসন্দেহে বলা যায়। ১৯৯৬ সালে কাকলী প্রকাশনী থেকে তাঁর একটি কবিতা সংকলন বের হয়। যার নাম দেওয়া হয় ‘গৃহত্যাগী জোছনা’। সেই সময় কবিতা প্রকাশের একটি নতুন স্টাইল লক্ষ্য করা যায়। আমার সংগ্রহেও হেলাল হাফিজের কবিতার ভিউকার্ড আছে। সেগুলো দেখে দেখে বিভিন্ন অনুষ্ঠানে কবিতা পড়তাম। আর্টকার্ডে অনেকটা ভিউকার্ডের মতো করে একটি ছোট্ট খামের মধ্যে কিছু কবিতা থাকতো। সমর মজুমদার চিত্রায়িত হ‌ুমায়ূন আহমেদের ‘কবিতা-কার্ড’ তখনই প্রকাশ হয়েছিল।


advertisement image

Leave Your Comments